বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০ ॥ আটক ৩ মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৩ নারী-পুরুষ আটক হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ বিএনপি নেতাকর্মীদের প্রত্যেকটি কাজ তারেক রহমান পর্যবেক্ষণ করছেন সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মোছাব্বির এর মৃত্যুবার্ষিকী আজ লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের জেলা কমিটি গঠন শামীম আহমদ চেয়ারম্যান, মাও: আফজাল সাধারণ সম্পাদক, সাদিকুর চৌধুরী সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিন্দা ॥ দোষীদের শাস্তি দাবী হবিগঞ্জে আন্তঃ ধর্মীয় সংলাপ বানিয়াচংয়ে জেন্ডার বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার ॥ গ্রেফতার ১

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০২২
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচনে ২১ টি পদে ৩৩জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। শুক্রবার মনোনয়ন ফরম বিক্রির শেষে দিনে সংগঠনের পৌর মার্কেটস্থ কার্যালয় থেকে প্রার্থীরা সংগঠনের নির্বাচন-২০২২ ইং এর দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী কাছ থেকে এসব মনোনয়ন ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জালাল উদ্দিন খান ও শহিদুর রহমান লাল। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী। এ সময় তিনি বলেন-নির্বাচনের সকল নিয়ম-নীতি মেনে ২১টি পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
১ম দিনে ১৮ জন ও ২য় দিনে আরো ১৫ জন প্রার্থী নিধারিত মনোনয়ন ফ্রি জমা দিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন। তিনি আরো বলেন-সকল ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে এবার আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য ব্যবসায়ীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এবার সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ শামছু মিয়া ও জগদীশ চন্দ্র মোদক মনোনয়ন ফরম ক্রয় করেছেন। সহ-সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তারা হলেন-বর্তমান সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, মোঃ রজব আলী, ফখরুল ইসলাম বাবুল ও মিজবাহ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল, মফিুজর রহমান বাচ্চু মনোনয়ন ফরম ক্রয় করেছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বদরুল আলম চৌধুরী ও মোঃ আজগর আলী। সাংগঠনিক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায় ও আহমেদ জামান খান শুভ। কোষাধ্যক্ষ পদে হাজী সফিকুল ইসলাম ও মোঃ এমরান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রতন কুমার ও অলিউর রহমান। সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে শাহ আলম রাজ, সামাজুল ইসলাম ও পংকজ কান্তি দাশ। কার্যকরি সদস্য ৯টি পদে মনোনয়ন ফরম ক্রয় করেছেন মোঃ আহাদ মিয়া, তাজুল ইসলাম, সাইদুর রহমান, অঞ্জন রায়, কেশব মিত্র, মঈন উদ্দিন খান, এম এ মান্নান, নাসির উদ্দিন, মীর আলম কাউছার, পলাশ মোদক, মহিবুর রহমান, শ্যামল চন্দ্র রায়। ১২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৩ জুন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে ১৪ জুন প্রার্থীরা আপিল করতে পারবেন। ১৬ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৭ জুন চূড়ান্ত প্রার্থীদের তালকা প্রকাশ করা হবে এবং ১৯ জুন প্রতিক বরাদ্দ দেয়া হবে। ১৬ জুলাই ভোট গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com