বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

নিখোঁজ সংবাদ

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

আমি নিম্ন স্বাক্ষারকারী মোঃ ফয়সল মিয়া, পিতা-মোঃ আকল মিয়া, সাং-কাউরিয়াকান্দি, ১৩নং মন্দরী ইউ/পি, ৫নং ওয়ার্ড, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ থানায় হাজির হয়ে জানাচ্ছি যে, অনুমান প্রায় আড়াই বৎসর পূর্বে একই ইউনিয়নের মন্দরী গ্রামের হাজী মোঃ আব্দুল হামিদ মিয়া ও মোছাঃ মনোয়ারা বেগম এর মেয়ে মোছাঃ তানিয়া আক্তার বাধন (২১) কে বিয়ে করি। দাম্পত্য জীবনে আমাদের কোন সন্তানাদি হয় নাই।

গত ৩১/০৫/২০২২ইং তারিখ সকাল বেলায় আমার স্ত্রী তানিয়া আক্তার বাধন একই গ্রামে আমার মামা মোঃ আলকাছ মিয়া, পিতা ঃ মোঃ নিম্বর আলীর বাড়ীতে বেড়াতে যায়। সেখানে ১ দিন থাকার পর ০১/০৬/২০২২ইং তারিখ রোজ বুধবার সকাল অনুমান ১০ টার সময় আমার স্ত্রী আমার মামার বাড়ী থেকে আমার বাড়ী আসার কথা বলে বের হয়ে আসার পর থেকে অদ্যবধি আমার স্ত্রীর কোন সন্ধান পাচ্ছি না। ওই দিন সকাল সাড়ে ১০ টার সময় আমার মামা আমাকে ফোন করে জানান যে, আমার স্ত্রী সকাল ১০ টার দিকে তার বাড়ী থেকে আমার বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সে আমার বাড়ীতে পৌছিয়াছে কি না। আমার স্ত্রী বাড়ীতে না আসায় আমি রাস্তা দিয়া আগাইয়া যাইয়া এদিক সেদিক খুজিয়া না পাইয়া আমার শ্বশুর বাড়ীতে ফোন করে আমার স্ত্রী তাদের বাড়ীতে গেছে কি না জিজ্ঞাসা করি। তখন তারা জানান, আমার স্ত্রী তাদের বাড়ীতে যাই নাই। পরবর্তীতে আমার এবং আমার স্ত্রীর আত্মীয় স্বজন সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও আমার স্ত্রীর কোন সন্ধান পাই নাই। বর্তমানেও খোজাখুজি অব্যাহত আছে।
আমার স্ত্রীর বর্ণনা : নাম : মোছাঃ তানিয়া আক্তার বাধন, বয়স : ২১ বৎসর, উচ্চতা : অনুমান ৪ ফুট ০৯ ইঞ্চি, গায়ের রং : শ্যামলা, স্বাস্থ্য- মিডিয়াম, মূখমন্ডল : গোলাকৃতির, পড়নে, গোলাপী প্রিন্টের সেলোয়ার কামিজ ও কালো বোরকা ছিল। এদিকে আমার স্ত্রীকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়রী করি। যার জিডি নং-১৭২, তারিখ-০৪/০৬/২০২২ইং। যদি কোন সহৃদয়বান তার সন্ধান পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগ

মোঃ ফয়সল মিয়া
০১৭৮৩-৪৬৬৪৩৩

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com