বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শায়েস্তাগঞ্জে পরিবেশকে উপেক্ষা করেই গড়ে উঠছে শিল্প কারখানা

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৮৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গকাল ৫ জুন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল। আলোচনায় অংশগ্রহণ করেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আদিল জজ মিয়া, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, স্কয়ার কোম্পানির জেনারেল ম্যানেজার বাবুল আব্দুল্লাহ, আরএফএল এর প্রশাসনিক ম্যানেজার মোঃ সাইফুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জগদিশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ স ম আফজল আলী, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ। বক্তারা পরিবেশের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য উপস্থিত ইনডাসট্টিয়াল এরিয়ার প্রাণ আরএফএল কোম্পানির ম্যানেজার, স্কয়ার কোম্পানির ম্যানেজার সহ সংশ্লিষ্ট এলাকার ইন্ডাস্ট্রির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কে বিশেষ নজর কাড়েন। বিশেষ করে শায়েস্তাগঞ্জের পরিবেশ দূষণ রোধে সতর্ক দৃষ্টি রাখার জন্য তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন। পরিবেশ কে উপেক্ষা করেই গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, আশপাশের ধানিজমি বিপন্ন হচ্ছে ইন্ড্রাস্ট্রি গুলোর কারণে। বক্তারা পরামর্শ প্রদান করেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে নদী-নালার পানি বিশুদ্ধ, বাতাস দূষণমুক্ত রেখে এতদঞ্চলের শিশু-কিশোর আবাল-বৃদ্ধ-বণিতার জীবনমান যেন হুমকির সম্মুখীন না হয় সেদিকে দৃষ্টি নিবন্ধন দেয?ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। পরিবেশের বিষয়ে স্কয়ার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার বাবুল আব্দুল্লাহ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা যথাযথ ইটিপি ও পরিবেশ রক্ষা করেই পণ্য উৎপাদন করছি। এরপরে যদি কোনরকম ঘাটতি দেখা দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো রকম কুন্ঠাবোধ করবো না। আরএফএল ম্যানেজার প্রশাসন মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আমাদের উপরে বারবার বলা হচ্ছে সুতাং নদীর কথা, প্রকৃতপক্ষে আমরা এর সাথে যুক্ত নই, আমরা আমাদের যথাযথ নিয়ম মেনেই পরিবেশ রক্ষা করেই এবং ইটিপি শতভাগ সচল রেখে কর্মসম্পাদন করছি। কোন রকম পরিবেশ বিপর্যয় হবে সেটি আমরা কোনভাবেই করবো না। পরিবেশের ব্যাপারে আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি। শায়েস্তাগঞ্জ শহরের পাশে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, সেখানে পরিবেশ নষ্ট হওয়ার মত তেমন কোনো পণ্য উৎপাদন হচ্ছে না। আশা রাখছি হবেও না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com