রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ কাজল সভাপতি, মতিন সম্পাদক ॥ নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই বলে দেবে-ডা. জাহিদ চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে ৬টি চোরাই মোবাইল উদ্ধার নবীগঞ্জের মসজিদের সেক্রেটারী কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ৩ গ্রামের প্রতিবাদ সভা শতবছর পূর্তি অনুষ্ঠান হবে ১টি মাইল ফলক ॥ ড. জহিরুল হক মাধবপুরে রাত হলেই মাটি পাচারে মেতে উঠেন যুবলীগ নেতা মনির হবিগঞ্জ জেলা উদীচীর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন শহরের ২নং পুল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ে চুরি

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৮১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ রুমের তালা ভেঙে পানি উঠানোর বৈদ্যুতিক মটর ও ৩টি ২০ ওয়ার্ডের এল ই ডি বাল্ব চুরি হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে গ্রামের কিছু বখাটে যুবক বিদ্যালয়ের মাঠে ফুটবল, ক্রিকেট খেলে আসছিল। যার ফলে বলের আঘাতে বিদ্যালয়ের দরজা, জানালা নষ্ট হয়। বিদয়ালয়ের মাঠে তাদেরক খেলতে বাধা প্রদান করার ২ দিন পরেই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এছাড়া বেশ কিছুদিন যাবত সন্ধ্যার পরে বিদ্যালয়ের বারান্দায় তাস, ছক্কা গুটি, ফ্রী ফায়ার খেলা এবং নেশা জাতীয় জিনিস পান করত এলাকার বখাটেরা। কয়েকদিন আগে রাজেন্দ্রপুর বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা সন্ধ্যার পরে বিদ্যালয়ে এসে দুই একজনকে হাতে নাতে ধরে ফেললে গ্রামের লোকজন ক্ষমা চেয়ে তাদেরকে ছাড়িয়ে নেয়।
এর আগে গত বছর বখাটে যুবকদেরকে বিদ্যালয়ের মাঠে খেলতে নিষেধ করায় তারা বিদ্যালয়ের ফুল বাগানের অনেক গুলো রড কেটে নিয়ে যায়। পরবর্তীতে বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে গ্রামের ওয়ার্ড মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকগণের উপস্থিতে বিদ্যালয়ের অফিস কক্ষে সালিশ বৈঠকে তারা অন্যায় স্বীকার করে আর্থিক ক্ষতি পূরন দানে সম্মত হয়ে এবং ভবিষ্যতে আর কোনদিন বিদ্যালয়ের মাঠে কোন ধরনের খেলাধূলা এবং কোন ধরনের অশ্লিল কাজ করবে না, এই মর্মে তারা ১৫০ টাকার স্ট্যাম্প ভান্ডারে আন্ডার টেকেন প্রদান করে। তাদের মধ্যে দু, একজন এখনো আসে। আন্ডার টেকেন স্ট্যাম অফিসে জমা আছে। উপজেলা শিক্ষা অফিসারের পরামর্শক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com