স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরে ঘোষণা ছাড়াই বিদ্যুত প্রায় ১০ ঘণ্টা ছিলো বিদ্যুতবিহীন। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। এমনকি জুম্মার নামাজের সময় বিদ্যুত না থাকায় মুসল্লিরা অযু করতে না পেরে নিকটস্থ পুকুর বা টিউবওয়েলে অযু করে নামাজ পড়েন। এ ছাড়া হবিগঞ্জ শহরে জালাল স্টেডিয়ামে ছিলো পৌর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনসহ প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ছিলো। কিন্তু বিদ্যুত না থাকায় অনেক নেতাকর্মীরা হবিগঞ্জ জেলার বিদ্যুত ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেন। বার বার বিদ্যুত অফিসে যোগাযোগ করেও তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি নির্বাহী প্রকৌশলী এবং জরুরি বিভাগের মোবাইল নম্বর বন্ধ থাকায় বিদ্যুত না থাকার কারণও জানা যায়নি। এ ছাড়া বিদ্যুত না থাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ থাকায়। বলতে গেলে বেশ কয়েক ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন মানুষ। তবে কি কারণে হুট করে বিদ্যুতবিহীন রাখা হয় জেলা শহরে, তার সুষ্ঠু কোনো ব্যাখা পাওয়া যায়নি। এদিকে দীর্ঘক্ষণ ধরে বিদ্যুত না থাকায় সদরসহ বিভিন্ন হাসপাতালের রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। এ ছাড়াও ফ্রিজে থাকা খাবার সামগ্রী, নষ্ট হয়ে যায়। সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরো হবিগঞ্জ শহরে বিদ্যুত ছিলো না। এ বিষয়ে রাতে বারবার নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদের বক্তব্য জানতে ফোন করা হলেও রিসিভ না করায় কি কারণে সমস্যা হয়েছে জানা যায়নি।