স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের ৮ যুবক নিখোজের ঘটনায় একই গ্রামের হাজী আব্দুল মালেক টেনু মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া নামে এক যুবককে দালাল সাজানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব বিরোধের জের ধরে গ্রামের কিছু অসাধু লোকজন তার কাছ থেকে অর্থ কড়ি হাতিয়ে নেয়ার হীন উদ্দেশ্যে এবং তাকে আইনানুগ ভাবে ফাসাতে কয়েকদিন ধরে বিভিন্ন অপ-প্রচার লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, গ্রামের একটি সভায় দালাল বলে উল্লেখ করে ওই লোকজন তার মানহানী করেছে বলেও তিনি অভিযোগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আলমগীর মিয়া নিজেকে নির্দোষ দাবী করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে মোঃ আলমগীরের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন তার পিতা হাজী আব্দুল মালেক টেনু মিয়া। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ২৫ দিন পূর্বে কাটখাল গ্রামের ৮ জন যুবক ইতালী যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় যায়। এরপর তারা লিবিয়ায় নিখোজ হলে স্থানীয়, জাতীয় পত্রিকা ও টিভিতে এ বিষয়ে সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদ মাধ্যমে একই গ্রামের মকবুল মিয়ার ছেলে আমির আলীকে দালাল বলে উল্লেখ করে তার সাথে মোঃ আলমগীরকে সহযোগি দালাল বা হয়। তাছাড়া ওই লোকজন গ্রামে একটি সভা করে এ ঘটনার সাথে আলমগীর জড়িত রয়েছে বলেও উল্লেখ করে। বিষয়টি জানতে পেরে আলমগীর হতভম্ব হয়ে পড়েন। সাথে সাথে তিনি এ ঘটনার সাথে জড়িত নন বলে গ্রামের মুরুব্বীয়ানদের অবগত করেন এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন। কিন্তু, তারপরও ওই লোকজন আইনানুগ ভাবে ফাসাতে আলমগীরের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন সংবাদ ও সংবাদের প্রতিবাদে তাকে দালাল বলে বার বার উল্লেখ করে আসছে। ইতিমধ্যে তিনি গ্রামের মানুষের মুখে শুনেছেন লিবিয়ায় নিখোজ ওই ৮ যুবককে লিবিয়ার পুলিশ আটক করে জেলে প্রেরণ করে এবং তাদের নিযুক্ত দালাল তাদের মুক্ত করেছে। তারপরও ওই লোকজন সমাজে তার মানহানী করতে তাকে দালাল বলে লোকমুখে বলে বেড়াচ্ছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই গ্রামের কয়েকজন লোকের সাথে বিভিন্ন বিষয়ে আলমগীরের পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে উল্লেখিতরা দীর্ঘদিন ধরে আলমগীর ও তার পরিবারের সদস্যদের সামাজিক ভাবে মানহানী ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করে আসছে। সম্প্রতি ওই লোকজন লিবিয়ার গ্রামের ৮ জন যুবক নিখোজের ঘটনার সাথে তাকে জড়ানোর চেষ্টা করছে। আলমগীর বলেন, লিবিয়ায় নিখোজ ওই ৮ যুবকের পরিবার ও তাদের কোন আত্মীয়-স্বজন আলমগীরের সাথে যোগাযোগ করে নাই। লিখিত বক্তব্যে বলা হয়, তার পরিবারের লোকজন আইনের প্রতি শ্রদ্ধাশীল, ইতিপূর্বে তাদের বিরুদ্ধে অসামাজিক তথা রাষ্ট্রবিরোধি কার্যকলাপের কোন অভিযোগ নেই। এ ঘটনার সাথে আলমগীর কোনভাবেই জড়িত নন, এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটনে সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে মোঃ আলমগীর পক্ষে আরও বক্তব্য রাখেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ-এর সভাপতি মঞ্জুরুল হক, সহ-সভাপতি হাকীম কাশেম বিল্লা নোমান, পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মুরুব্বী আব্দুল জব্বার চৌধুরী, অমর শুক বৈদ্য, আজিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ আমিন, দুধু মিয়া, আহম্মদ মিয়া, আব্দুল মতিন, শফিক মিয়া প্রমূখ।