স্টাফ রিপোর্টার ॥ দুস্কৃতিকারীরা গুজব ছড়িয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি বাঁধাগ্রস্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এক্ষেত্রে প্রয়োজন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত শিক্ষকসহ সকল শ্রেণি পেশার মানুষের সচেতনতামূলক প্রচার। গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে গুজব প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভায় প্রধান অতিরি বক্তব্যে একথা বলেন। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জে জেলা প্রশাসক ইশরাত জাহান।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর খান।
সভাটিতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। অতিথিবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুজবের পরিনতিদর্শীতামূলক বক্তব্য দিয়েছেন। পরে হবিগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) বিদায়ী সুপারিনটেনডেন্ট রওশনারা খাতুনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত সুপারিনটেনডেন্ট অনিতা রায়কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।