স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান সিলেট বিভাগের জেলা কার্যালয়ের প্রধান ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি দক্ষতা ও সততার সাথে জেলা প্রশাসনের দায়িত্ব পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তাঁকে এ পুরষ্কারের জন্য মনোনীত করা হয়। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন এক প্রজ্ঞাপনে এ পুরষ্কার ঘোষণা করেছেন।