মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরশহর ও মনতলা বাজায় বৈধ কাগজপত্র না থাকায় ৪ হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার বন্ধ ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভ’মি মোঃ আলাউদ্দিন’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল হাসান রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশক্রমে উপজেলার মনতলায় বৈধ কোন কাগজপত্র না থাকায় নুশরাত হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার, শাহজালাল ডায়গনষ্টিক সেন্টার, ডাঃ মিজান ডেন্টাল কিনিক বন্ধ ও তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বন্ধ ঘোষনার পরও প্রাইম জেনারেল হাসপাতাল খুলা রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে। যে গুলোর কোন বৈধ কাগজপত্র পাওয়া যাবে না সেগুলো বন্ধ করে দেয়া হবে।