রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

পরিষদের সভায় চেয়ারম্যান আহাদের সাথে মেম্বারের বাকবিতন্ডা ॥ পিটিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০২২
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন পরিষদের সভায় চেয়ারম্যান আহাদ মিয়ার সাথে মেম্বার আব্দুল কাইয়ুমের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের লোকজন মেম্বার কাইয়ুম কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গত শুক্রবার বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মেম্বার আব্দুল কাইয়ুম ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং কচুয়ারআব্দা গ্রামের মৃত জনাব আলীর পুত্র। এ ঘটনায় মেম্বার নিজে বাদী হয়ে ডিপজল, ছালেক ও আব্দাল মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ মে সকালে আদম শুমারি সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে সকল সদস্যদের নিয়ে সভা করা হয়। উক্ত সভা চলাকালে চেয়ারম্যান আহাদ মিয়া অগণতান্ত্রিক ভাবে পরিষদের অন্যান্যদের মতামত ব্যতীরেখে তার পছন্দ মতো লোককে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। এ সময় মেম্বার আব্দুল কাইয়ূম এর প্রতিবাদ করে। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আহাদ মিয়া তাকে শাসিয়ে চলে যায়। ঘটনার সময় মেম্বার কাইয়ূম তার ছেলেকে রোমানিয়া পাঠানের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য নতুন বাস স্ট্যান্ড এলাকায় পৌছুলে পরিকল্পিত ভাবে চেয়ারম্যান আহাদের লোকজন তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। হামলার পুরো দৃশ্য একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে মেম্বারকে আশঙ্কা জনক অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com