স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে নেশার টাকার জন্য মা ও বোনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে কুলাঙ্গার পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, বাখরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র পারভেজ মিয়া মাদকসেবী। সে প্রতিদিনই মাদকের টাকার জন্য বৃদ্ধা মা মরম চাঁন (৬০) কে নির্যাতন চালায়। মা বাধ্য হয়ে মাদকের টাকা দিতো। টাকা না দিলে বাড়িঘরের জিনিসপত্র ভাংচুরসহ অগ্নিসংযোগ করতো। গতকাল ওই সময় মা মরম চাঁন ও বোন তাছলিমা আক্তার (২৫) এর কাছে টাকা চায় মাদক সেবনের জন্য। টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদেরকে মধ্যপুযোগীয় কায়দায় পিটিয়ে আহত করে।