মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সুমান মিয়া হত্যা মামলার অন্যতম আসামী কাজল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে বানিয়াচং থানার এসআই ডিএম এ মজিদ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। কাজল চৌধুরী বানিয়াচং থানার মক্রমপুর ইউনিয়নের মৃত মাহমুদ জামান চৌধুরীর পুত্র। গ্রেফতারকৃত কাজল চৌধুরী দক্ষিণ সাঙ্গর গ্রামের সুমান মিয়া হত্যা মামলার অন্যতম আসামী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ মে বাড়ীর ভিটে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে নির্মমভাবে হত্যা করে ওই গ্রামের সুমান মিয়াকে। পরবর্তীতে সুমান মিয়ার ছেলে জুনাহিদ মিয়া বাদী হয়ে কাজল চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডি এম এ মজিদ কে। এ পর্যন্ত এ মামলায় কাজল চৌধুরীসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কাজল চৌধুরীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা এ প্রতিনিধিকে জানিয়েছেন।