চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বজ্রপাতে ২টি গরুসহ এক নারী নিহত হয়েছে। নিহত নারী গাজিপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের ছেরাগ আলীর স্ত্রী ফুলবানু (৫০)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজের গৃহপালিত ২টি গরু ছড়াতে বাড়ির পার্শ্ববর্তী জমি এলাকায় যান ফুলবানু। এ সময় বজ্রপাতের আগাতে ঘটনাস্থলেই নিহত হন ফুলবানু। একই সাথে তার দু’টি গরুও মারা যায়। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মহিলা ও গরু দু’টি উদ্ধার করে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও চুনারুঘাটের থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, ঘটনা খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সহায়তা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।