স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার আব্দুস সালামের পুত্র রাজা মোঃ জনি গতকাল ওই সময় বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ছোরা নিয়ে ঘুরাফেরা করছিল। এসময় জনতার সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় অসংলগ্ন আচরণ করলে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়।