স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ছাত্রদল নেতা সুফল মিয়া গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। গতকাল ২৬ মে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যান্টিনে এ ঘটনা ঘটে। হাসপাতাল থেকে ফিরে এসে আহত সুফল মিয়া জানান, তিনি ছাত্রদলের রাজনীতি করেন। ছাত্রদলের আধিপত্য নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে তার কিছুদিন পূর্বে বাগবিতন্ডা হয়। গতকাল দুপুরে সে কলেজ ক্যান্টিনে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরে।