আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ ৫২ লাখ টাকা পূজি খাটিয়ে ড্রাগন ফলের বাগান করেছেন জহুর হোসেন। তিনি সৌদি প্রবাসী। বাড়ি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামে। তার সৃজিত দৃষ্টিনন্দন ড্রাগন ফলের বাগান দেখতে প্রতিদিন ভীড় জমে শতশত মানুষের। মুঠোফোনে জহুর হোসেন বলেন, তার বাড়ির পাশেই আড়াই একর জমিতে তিনি মনোয়ারা জহুর এগ্রো ফার্ম নামে ড্রাগন উৎপাদন প্রকল্প হাতে নেন। ওই ফার্মে বর্তমানে সাড়ে সাত হাজার ড্রাগন ফলের গাছ রয়েছে। প্রায় প্রতিটি গাছেই শোভা পাচ্ছে ড্রাগন ফল। এরই মধ্যে তিনি ১শ কেজি ড্রাগন ফল বিক্রি করে ৫০ হাজার আয় করেছেন। জহুর হোসেন বলেন, প্রতিদিন ৬ জন শ্রমিক তার ড্রাগন বাগানে কাজ করছেন। তিনি আশা করেন উক্ত ফলের বাগান থেকে তিনি নিজে লাভবান হবেন এবং এলাকার বেকারদের অনুপ্রেরণা যোগাবে।