শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

মানবপাচার মামলায় নবীগঞ্জের সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০২২
  • ২২৯ বা পড়া হয়েছে

মানবপাচার মামলায় নবীগঞ্জের সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব
স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক ও টিকটকের মাধ্যমে প্রেম অতপর বিয়ে করে স্ত্রীকে ধর্ষণ ও ভারতে পাচারের ঘটনার মূল হোতা সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌলভিবাজার সদর থানা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্প। এর আগে ওই নারী বাদী হয়ে ২১ মে লাল মনিরহাটের পাটগ্রাম থানায় সোহেলসহ ৫ জনকে আসামী করেন নির্যাতিতা ওই তরুনী। ২২ মে অপর ৩ আসামীকে গ্রেফতার করতে পুলিশ। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে র‌্যাব র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার নাহিদ হাসান তার কার্যালয়ে ব্রিফিং করে এসব চাঞ্চল্যকর তথ্য জানান।
ব্রিফিং-এ জানানো হয়, নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার ছেলে সোহেল মিয়ার (২৫) সাথে ৩ বছর আগে পরিচয় হয় পাবনা জেলার সাথিয়া উপজেলার রুকশিপাড়া গ্রামের তরুণীর (২২)। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুবাদে তাদের মাঝে গভীর সম্পর্ক গড়ে উঠে। পরে প্রতারক প্রেমিক সোহেল গত বছরের মার্চ মাসে ভালোবাসার দূর্বলতার সুযোগে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যায় তরুনীকে। সেখানে তাঁকে আটকে রেখে ধর্ষণ ও দেহ ব্যবসা করতে বাধ্য করে প্রেমিক সোহেল। চলতি বছরে জানুয়ারী মাসে কৌশলে তাদের কবল থেকে দেশে আসেন নির্যাতিতা তরুণী। এরপর সোহেলও দেশে এসে ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি আদালতে সোহেল-প্রেমিকা বিয়ে করে। কিছুদিন পর তরুনী গর্ভবতী হন। আবারো তাকে গত ১২ মে পাটগ্রামের সহযোগীদের নিয়ে ভারতে পাচার করে। পরে তার সহযোগিদের নিয়ে ওই নারীকে গণধর্ষণ করে। এক সপ্তাহ পর কৌশলে গত ১৫ মে দহগ্রাম সীমান্ত দিয়ে ফিরে আসে। দেশে ফেরার পর এবার পাচারকারী দলের সদস্য আশরাফুল ইসলাম সহ সহযোগিরা টাকার জন্য তাকে আটকে রেখে ধর্ষণ করে। সেখান থেকেও কৌশলে পালিয়ে পাটগ্রাম থানায় আশ্রয় গ্রহণ করে তরুণী। এ ঘটনায় গত ২১ মে ওই তরুনী সোহেলকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা করেন।
এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ২৪ মে সকাল ১০ টার দিকে মৌলভীবাজার জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার ১নং আসামী নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া আহমদের পুত্র সোহেল মিয়া (২৭)কে গ্রেফতার করে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামি সোহেল পাটগ্রাম থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।
এদিকে এ ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ শনিবার দিনভর অভিযান চালিয়ে পাচারদলের সদস্য আশরাফুল ইসলাম, মোকছেদুল হক, চম্পা বেগম নামে তিনজনকে গ্রেফতার করে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com