প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ। গতকাল সোমবার রাতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমীয় চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শামীম খান, দুই নম্বর ওয়ার্ডের সভাপতি পারভেজ মিয়া, সাধারণ সম্পাদক আলী আরমান খান, তিন নম্বর ওয়ার্ডের সভাপতি কাজল সরকার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, চার নম্বর ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর জুনায়েদ মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিপন, পাঁচ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু তালুকদার, সাধারণ সম্পাদক সামছুর রহমান সোহেল, ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাত নম্বর ওয়ার্ডের সভাপতি সারোয়ার হোসেন ভানু, সাধারণ সম্পাদক মহিবুল হাসান সাহেল, আট নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোবারুল হোসেন ফুল মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এ সময় আগামী ৩ জুন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।