স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার ও শানখলা বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন পরিচালিত ২টি করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন। এ সময় সাদেকপুর গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র তাহের মিয়া (৪০) ও বাহুবল উপজেলার নারিকেল তলা গ্রামের মৃত রইছ উল্লার পুত্র মো: মতিন মিয়া (৪৫) কে ২ মাস কারাদন্ড এবং ২ হাজার টাকা করে অর্থদ- আরোপ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল। তাকে সার্বিক সহযোগিতা করে কালেঙ্গা বিট অফিসার এবং চুনারুঘাট থানা পুলিশ।