মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ঐত্যিবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পূনরায় নির্বাচিত হয়েছে বার বার বিপুল ভোটে নিবার্চিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন ওই পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষনা করেন। এর আগে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয় মোঃ গিয়াসউদ্দিন, হাজী ফিরোজ মিয়া, মোঃ হেলাল মিয়া ও মোঃ সফিকুল ইসলাম খাঁন ও মহিলা অভিভাবক সদস্য পদে নাজমা বেগম, শিক্ষক প্রতিনিধি শাহেনা আক্তর, আব্দুল কুদ্দুছ মিয়া ও জুনায়েত আহম্মেদ লস্কর ও সদস্য সচিব নির্বাচিত হয় প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম।