স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ শাহ জুলহান আহমেদ স্বেচ্ছায় অবসর নিয়ে নেদারল্যান্ড গমনে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ কার্যালয়ে তাকে এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। ডিবির নবাগত অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসআই আলমগীর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আরজত আলী, চৌধুরী পুলিশ ফাঁড়ির আইসি গোলাম মুর্শিদ সরকার, এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই মাহমুদুল হাসান, এএসআই শরিফুল ইসলাম, মামুন মিয়া, রুবেল মিয়া, আনিসুর রহমান প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক পাভেল খান চৌধুরী। পরে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।