মাধবপুর প্রতিনিধি ॥ স্থানীয় প্রশাসন নেতাদের দৈনিক ৫ হাজার টাকা করে উৎকোচ দিয়ে বালু উত্তোলন করতে হয়। প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক্টর বালু উত্তোলন করা যায়। এখানে ১৮/২০ জন শ্রমিক কাজ করে। উৎকোচ না দিলে বালু উত্তোলন করা যায় না। এভাবেই কথাগুলো বলে যাচ্ছিলেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে আসকর আলী। প্রশাসন বলতে দায়িত্বে নিয়োজিত সরকারী কর্মকর্তা এবং স্থানীয় নেতা বলতে ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, বিএনপি সহ দু-একটি দলের নেতাদেরকে বুঝিয়েছেন তিনি। শুক্রবার সকাল ৭টার দিকে সরেজমিনে গিয়ে উপজেলার সোনাই নদীর রাবার ড্যাম সংরক্ষিত এলাকায় চৌমুহনী সোনাই ব্রীজের পূর্ব পাশে কমলানগর জামে মসজিদের পশ্চিম পাশে পূর্ব মঙ্গলপুর গ্রামে সোনাই নদী থেকে ২০/২৫জন শ্রমিক অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। কিছু শ্রমিক ট্রাক্টরে বালু লোড করছে। ছবি তুলতে গেলে কয়েকজন ভার শ্রমিক পার্শ্ববর্তী জঙ্গলে লুকিয়ে যায়। কয়েকজন চেহারা আড়াল করে পেছন দিকে ফিরে দাড়াঁয়। একটু এগিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয় বালু কে উত্তোলন করছে। তারা নাম বলতে অপারগতা প্রকাশ করে। ট্রাক্টর চালক নাম না বলে শুধু জানায় এখানের বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ছবি তোলা শেষে ফিরে আসার সময় বালু উত্তোলনকারী আসকর আলী এসে উপরোক্ত প্রশাসন ও স্থানীয় নেতাদের উৎকোচ প্রদানের কথাগুলো বলেন। তবে তিনি স্থানীয় নেতাদের নাম উল্লেখ করেননি। এ ব্যাপারে এসিল্যান্ড শফিউল্লাহ জানান, উৎকোচের বিষয়ে তিনি জ্ঞাত নন। তাঁর এরিয়ায় অবৈধভাবে কেহ বালু উত্তোলন করতে পারে নি। কেহ যদি রাতের বেলায় চুরি করে বালু উত্তোলন করে তাহলে এ ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে। তবে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।