নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের লন্ডন প্রবাসী হানিফ উল্লার বাড়ির আঙ্গিনা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা যায়-গতকাল সোমবার বিকাল ৩টার দিকে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হানিফ উল্লার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনা থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়- বুরহানপুর গ্রামের লন্ডন প্রবাসী হানিফ উল্লা, সাহেদ মিয়া ও তাদের সহযোগী আবুল হোসেন (চঞ্চল), রাহিম মিয়া, বাচ্চু মিয়া, মাহের মিয়া, সাজু মিয়া, আকবর হোসেন গংদের সাথে দীর্ঘদীন ধরে শফিক মিয়া গংদের মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে বেশ কিছুদিন যাবৎ হানিফ উল্লা গংরা প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়ে আসছিল। এতে শরিক মিয়ার পরিবারসহ গ্রামবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হানিফ উল্লার বাড়ির আঙ্গিনা থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-কবরস্থানের সীমানা প্রাচীর নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদীন যাবত মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।