স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের মেয়াদোর্ত্তীণ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর যুবদল সভাপতি কোহিনুর আলমের নেতৃত্বে হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সভাপতি কোহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা কামাল উদ্দিন, মামুন আহমেদ টেনু মিয়া, কাজী শামসুল হক শিমুল, মামুন মিয়া, নুর আহমেদ, মুরাদ মিয়া, হাবিব খান, নাজমুল হক লোকমান, আমানত উল্লাহ, এমএ আজিজ, হাবিবুর রহমান হাবিব, রুবেল মিয়া, গিয়াস উদ্দিন, সাবাজ মিয়া, ফয়েজ আহমেদ, সালা উদ্দিন, জানে আলম, আবিদ মিয়া, বাদশা মিয়া, রাসেল মিয়া, লিংকন মিয়া, জয়নাল আবেদিন, ইমরান মিয়া, আমির আলী, নাসির উদ্দিন, কদ্দুছ মিয়া, আব্দুল মজিদ, আল আমিন, শাহনুর তালুকদার, মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছকে অবাঞ্ছিত ঘোষনা করে বলেন, জেলা যুবদল একটি ব্যর্থ কমিটি। বিগত আন্দোলনের সময় জেলা যুবদল কোন ভূমিকা রাখতে পারেনি। যুবদল সভাপতি সেক্রেটারী শুধু মাত্র ফটোশেন করেছেন। তাই বক্তারা আগামীতে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে অবিলম্বে জেলা যুবদলের কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবী জানান।