মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে চা-পাতা চুরির ঘটনাকে কেন্দ্র করে বাগান ব্যবস্থাপক শাহাদাত হোসেনের বদলীর দাবিতে ২ দিন ধরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছিল। স্থানীয় সুত্র জানায়-সোমবার সকালে জগদীশপুর চা বাগানের কারখানা শ্রমিক মাখন মুন্ডা (৩৮) চা-পাতা চুরি করেন। এ ঘটনার পর তাকে কাজে যোগ দিতে নিষেধ করেন বাগান কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে বাগান ব্যবস্থাপক শাহাদাত হোসেন ও কারখানা (ফ্যাক্টরী) বাবু ফারুক মিয়ার বদলীর দাবিতে কর্মবিরতি শুরু করেন।
এ বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে গতকাল মঙ্গলবার দুপুরে জগদীশপুর চা বাগানে হাজির হন শ্রীমঙ্গল লেবার হাউজের সহকারী পরিচালক (ডেপুটি ডাইরেক্টর) গিয়াস উদ্দিন। ন্যাশনাল টি কোম্পানীর লস্করপুর ভ্যালীর উপ-মহাব্যবস্থাপক এমএ আওয়াল, স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আলমগীর, আওয়ামীলীগ নেতা মহিউজ্জামান হারুন, তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক এমদাদুর রহমান মিটু, চন্ডী চা বাগানের ব্যবস্থাপক চৌধুরী মোঃ মুরাদ, শ্রমিক নেতা রাখাল সাওতাল, সন্তোষ, নরেশ সহ শ্রমিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোনো সমঝোতার পৌঁছতে পারেনি। এ দিকে টানা ২দিন ধর্মঘট থাকায় চা কারখানার ভেতর কাচা পাতা নষ্ট হতে চলেছে। কিছু পাতা চন্ডী ও তেলিয়াপাড়া চা বাগানে নেওয়া হয়েছে। ন্যাশনাল টি কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক এমএ আওয়াল জানান, শ্রমিকদের দাবি যৌক্তিক নয়। তবুও তাদের সঙ্গে আলোচনা করে সমস্য নিরসন করে উৎপাদনে ফিরে যাব। শ্রীমঙ্গল উপ-শ্রম পরিচালক গিয়াস উদ্দিন জানান, সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলোচনার মধ্যে আছি, আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে। জগদীশপুর বাগান ব্যবস্থাপক শাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।