প্রেস বিজ্ঞপ্তি ॥ ৯০ এর শতকের হবিগঞ্জ শহরের সর্বাধিক আলোচিত ক্রীড়া ও সামাজিক সংগঠনের এ্যাসেট গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক মনুর মৃত্যুতে এ্যাসেট গ্রুপ হবিগঞ্জ এর আয়োজনে স্থানীয় আরডি হলে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় শোকসভা অনুষ্ঠিত হয়। গ্রুপের সভাপতি রতন সরকারের সভাপতিত্বে ও সংগঠক পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় আলোচনা করেন হবিগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সেলিম, প্রয়াত মনুর বড় ভাই শিক্ষাবিদ ফরিদ আহমেদ, জেলা বারের সদস্য এডভোকেট জুনায়েদ আহমেদ, চেম্বারের সভাপতি মিজানুর রহমান শামীম, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। স্মৃতিচারণ মূলক স্বাগত বক্তব্য রাখেন-এ্যাসেট গ্রুপের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দাস, সংগঠক মোশারফ হোসেন খান শান্ত, রামেন্দ্র সরকার। উপস্থিত ছিলেন- গ্রুপের সদস্য মানস রায় মান্না, শিবু দেব, আমির হোসেন, উত্তম দেব, সোহেল আফজাল, অশোক কুমার রায়, স্বপন বনিক, অভিমান্য রায়, মুজিবুর রহমান মুজিব, প্রভাষক মৃদুল রায়, মাইকেল সরকার, সজল রায়, মহিবুর রহমান টিপু প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- প্রয়াত মনু ব্যক্তি জীবনে একজন অসাম্প্রদায়িক ও বন্ধুবৎসল লোক ছিলেন। ছাত্রজীবনে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে এ্যাসেট গ্রুপ একজন ভাল বন্ধুকে হারাল। আমরা তার বিদেহী আতœার প্রতি মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।