স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী ও কর্মবীর স্বর্গীয় শচীন্দ্র লাল সরকার এর ২য় মহাপ্রয়াণ দিবস ছিল ২২ মে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে শচীন্দ্র কলেজ প্রাঙ্গনে শচীন্দ্র লাল সরকারের ভাষ্কর্যের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণিমা বিশ্বাস, প্রমথ সরকার, মৃদুল কুমার দাস,রাজিব পাল,অনঙ্গ সরকার এবং রনজিৎ কুমার দাস। উল্লেখ্য,২০২০ সালের ২২ মে শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার দেহত্যাগ করেন।