প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শচীন্দ্র লাল সরকার এর ২য় মহাপ্রয়াণে শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। গতকাল সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে নির্মিত তাঁর প্রকৃতিতিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অথনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও আরএসএল প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক ও আরএসএল অনুপমা ভক্ত, শরীরচর্চা শিক্ষক আরএসএল রণজিৎ কুমার দাস, গাল ইন সিনিয়র রোভার মেট শাসমিন আক্তার, সিনিয়র রোভার মেট ছান্টু শুক্ল বৈদ্য প্রমূখ।