মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ১টায় বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গ্রামের পশ্চিম হাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর সীমানা নিয়ে আলেক জামান খান আবু মিয়ার সাথে সাইদুল গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরের দিকে আলেক জামান খান আবু মিয়া তার বাড়ীর সীমানায় বৈশাখী কাজ করতে যান তখন তিনি তার সীমানায় একটি বাঁশের খুটি দেখতে পান, এ ঘটনাকে কেন্দ্র করে সাইদুল গংদের সাথে তুমুল তর্ক বিতর্ক হয় আবু মিয়া গংদের। এ সময় প্রতিপক্ষ সাইদুল গংদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আলেক জামান খান আবু। মুমুর্ষবস্থায় হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় আলেক জামান খান আবু মিয়া মৃত্যুকোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মজনু, সাইদুল, নাঈম ও রাজুকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিহতের বড় ছেলে খলিলুর রহমান খান জানান, আমার বাবাকে আমাদের প্রতিপক্ষ মজনু, সাইদুল, নাঈমগংরা নির্মমভাবে খুন করেছে। তিনি আরো জানান, পুলিশের কাছে আটক মজনু, নাঈম, সাইদুল ও রাজুকে জিজ্ঞাসাবাদ করলেই আমার বাবার হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ঘটনাটি জানার পরপরই সার্কেল মহোদয়কে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্কবস্থায় আছে বলেও জানান তিনি।