প্রেস বিজ্ঞপ্তি ॥ ১১-২০ গ্রেডের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ জেলা কমিটির কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অত্র কমিটির সভাপতি মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ। এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ মতিন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জাহির, শাহ আঃ বারিক, আবেদুল হক, সৈকত দাস, রিনা আক্তার, আরফ চানসহ অত্র সংগঠনের আরো নেতৃবৃন্দ। ৯ম পে-স্কেল ও মহার্ঘ ভাতাসহ ৭ দফা দাবিতে আগামী ৩রা জুন শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ঢাকায় কেন্দ্রীয় কমিটির ডাকা মহাসমাবেশে যোগদান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।