প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টি (কাজী জাফর) এর উদ্যোগে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক এর তত্ত্ব¡াবধানে ঢাকায় ২০দলীয় জোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত উক্ত ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়া সহ ২০দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, শিক্ষাবিদ, আইনজীবি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, দেশে আজ গণতন্ত্র নির্বাসিত। জনগণের মৌলিক অধিকার নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত গুম-খুন হচ্ছে। দেশে কোনো জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই। এভাবে দেশ চলতে পারে না। সংকট সমাধানে আলোচনার ব্যাপারে সরকারের কোন আগ্রহও নেই। তিনি বলেন, আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলাম। কিন্তু আলোচনায় যখন কোনো লাভ হবে না, তখন আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন করেই এদের বিদায় করতে হবে। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বেগম খালেদা জিয়া আরও বলেন, দেশে লুটেরাদের শাসন চলছে। ডেসটিনি, হলমার্ক, বিসমিল্লা সহ সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে। ব্যাংগুলোতে লুটপাট চালিয়ে দেউলিয়া করে দেয়া হয়েছে। পদে পদে মানবাধিকার লংঘিত হচ্ছে। দেশের মানুষের সংকট সমাধানে সরকারের কোনো নজর নেই। তারা লুটপাট ও দূনীতিতে ব্যস্ত। তাই আন্দোলনের মাধ্যমেই জনগণের ভোটের অধিকার হরনকারী এই অবৈধ সরকারকে হটাতে হবে। উক্ত ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ইফতার করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ, মহা-সচিব মোস্তফা জামাল হায়দার, সভাপতি মন্ডলীর সদস্য টিআই ফজলে রাব্বী, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, এস এম এম আলম, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান প্রমুখ।