আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় রাঢ়িশাল গ্রামের আলমগীর হোসেন নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশ্ববর্তী হাওরে ধান সংগ্রহের কাজ করার সময় ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে আলমগীর আহত হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের মকসুদ আলীর ছেলে। সে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার কথা ছিল বলে জানা গেছে।