স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ফেরদৌস আহম্মেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২’র উপজেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখায় তাকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত করেন। তাছাড়া তিনি মার্চ মাসে জেলার শ্রেষ্ট অ্যাম্বাসেডর নির্বাচিত হন। তিনি মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিজ্ঞান) শাখায় কর্মরত রয়েছে।