স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে জুবেদা বেগম (২২) নামের এক নারী বিষাক্রান্ত হয়ে মারা গেছেন। তবে হাসপাতালে লাশ রেখে চলে যাওয়ায় এ নিয়ে সন্দেহ বাড়ছে। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের খলিল মিয়ার স্ত্রী জুবেদা তার দেবর জাহাঙ্গীর মিয়ার সাথে শিশুদের বিষয় নিয়ে বাকবিত-ায় লিপ্ত হয়। এর কিছুক্ষণ পর জুবেদা তার রুমের ভিতর বিষাক্রান্ত হয়ে ছটফট করতে থাকেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে হবিগঞ্জ প্রেরণ করা হয়। পথেই জুবেদা মৃত্যুর কোলে ঢলে পড়েন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরন করে।