প্রেস বিজ্ঞপ্তি ॥ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সংগত এই শ্লোগানকে ধারণ করে ঐতিহাসিক ২০ মে “মুল্লুকে চল” দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন, চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরী ৫০০ টাকা নির্ধারণ ও ভূমির অধিকারসহ চা জনগোষ্ঠীর ১০ দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দেউন্দি, লস্করপুর, বেগমখান ও চানপুর বাগানে শ্রমিক সমাবেশে কথাগুলো বলেন হবিগঞ্জ জেলা সিপিবি নেতৃবৃন্দ। গতকাল দিনব্যাপী এসকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এস.এম শুভ, জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, কমরেড আব্দুর রশিদ, হাফিজ পিন্টু ও প্রভাষক মৃদুল কান্তি রায়। বক্তাগণ বলেন- আগামী ২২ মে রবিবার মৌলভীবাজারে সিলেট বিভাগীয় চা শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে চা শ্রমিক সহ সকল পেশার শ্রমজীবী মানুষদের উপস্থিত থাকার আহবান জানান।