বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ভূমি সেবা সাপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪১৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে উদযাপিত হচ্ছে “ভূমি সেবা সপ্তাহ ২০২২”। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্তুর থেকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার। বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, পৌর কমিশনার প্রদীপ রায়, সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা গন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরীফ উদ্দিন বলেন, ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে দেশের সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র ও সেবাবুথ। ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণ প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি তাৎক্ষণিক সরবরাহ, ডাকযোগে মৌজাম্যাপ প্রেরণ, ভিপি লিজফি আদায়সহ সকল ধরণের ভূমিসেবার জন্য চলে আসুন সেবাবুথে। এছাড়াও যেকোন তথ্যের জন্য কল করুন টোল-ফ্রি।হটলাইন নম্বর ১৬২২২। ভিজিট করুন ষধহফ.মড়া.নফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com