মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৩ মাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ সূত্রে জানা যায়-সোমবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে মাধবপুর পুরাতন বাজার এলাকায় থানার এস.আই মমিনুল ইসলাম অভিযান চালিয়ে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে পৌরসভার গুমুটিয়া গ্রামের অনিল ভট্রাচার্য্যের ছেলে অঞ্জন চক্রবত্তী (৪২) নোয়াগাও গ্রামের হারানো মানিকের ছেলে সবুজ চক্রবর্ত্তী (৩৩) পশ্চিম মাধবপুরের দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪৩)কে গ্রেফতার করে। পরে গতকাল মঙ্গল বার গ্রেফতারকৃতদের নিবার্হী ম্যাজেষ্টেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ শফিউল্লাহর কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৮ দিনের জেল প্রদান করেন। দু’জনের জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়। এবং অনিল ভট্টাচার্য্যের ছেলে অঞ্জন চক্রবত্তী (৪২) টাকা পরিশোধ না করায় তাকে জেলে প্রেরন করা হয়।