স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ-লাখাই এর শিক্ষার উন্নয়নে এক যুগান্তকারী পরির্বতন করা হয়েছে। বর্তমান সরকারের সাড়ে ৪ বছরে শতাধিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান, শিক্ষা সামগ্রী প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি গত বৃহস্পতিবার লাখাই উপজেলার শিবপুর গ্রামে ৩৭ লাখ টাকা ব্যয়ে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্ধমূখী সম্প্র্রসারণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। এডভোকেট আবু জাহির বলেন, অতিতে কোন সরকার হবিগঞ্জ-লাখাই এর শিক্ষার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বর্তমান সরকারের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার হার ও মান অনেক গুণ বেড়েছে। তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসীকে আগামী দিনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করার আহ্বান জানান ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধরণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম মোল্লা মাসুম, লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মাফুজুল আলম মাফুজ, সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার ড. মোঃ শাহ নেওয়াজ, চেয়ারম্যান লিয়াকত আলী, চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রোখন উদ্দিন মেম্বার, কামাল চৌধুরী, রফিকুল ইসলাম বাবলু, হাজী মোবারক, মুছা মিয়া, শাহিবুর রহমান, আমিনূল ইসলাম আলম, সাইদ খোকনসহ এলাকার স্থানীয় মুরব্বীয়ান ও নেতৃবৃন্দ।