স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল সার্কিট হাউজে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। মাহফিলে দোয় ও মিলাদ পরিচালনা করেন মৌলনা গোলাম মোস্তফা নবীনগরী। মোনাজাতে দেশের সূখ সমৃদ্বি কামনা করে ফিলিস্থিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্থিনিদের রুহের মাগফিরাত কামনা করে ফিলিস্থিনিদের রক্ষায় মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়। ইফতারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ আবু জাহির এমপি, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা ও দায়রা জজ মাহবুবুল ইসলামসহ জজ শিপের বিচারকবৃন্দ, পুলিশ সুপার মোঃ কামরুল আমিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, ডিডি এলজি দিলীপ কুমার বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সুলতান আলমসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারন সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকুসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, সাংবাদিক, আইনজীবি, চিকিৎসক ও মসজিদের ইমামগন অংশ নেন।