চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাল্লা কেদারাকাট সীমান্তে হচ্ছে বাংলাদেশ ভারত স্থলবন্দর। বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর হওয়ার কারণে স্থলবন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে এই এলাকার জনসাধারণের জমি। কিন্তু সঙ্গত কারণে ওই এলাকার গরিব অসহায় মানুষ অধিগ্রহণকৃত জমির মূল্য এখনো পায় নাই। খুজ নিয়ে জানা যায়, বন্দর এলাকার কয়েকটি পরিবার জমি অধিগ্রহণের টাকা পাইলো বেশি ভাগপরিবার এখনো টাকা পায় নাই বলে জানা গেছে। ওই এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে অনেকটা জোর পূর্বক ওই এলাকার থেকে বিতাড়িত করছে চর বন্দর কর্তৃপক্ষ। বন্দর রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বললে জানা যায় অধিগ্রহণকৃত জায়গার উপরে এলাকার আদালতে মামলা থাকার কারণে টাকা পাচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দরের দেয়ালের ভিতর বসবাস করছেন কয়েকটি পরিবার বন্দরের কাজ হওয়ার সুবাদে বন্দর উঁচু হয়ে যাওয়ায় তাদের বাড়িঘর বন্দর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে বৃষ্টি হওয়ার সাথে সাথেই প্লাবিত হয় তাদের বাড়িঘর। তাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এই এলাকা বন্দর কর্তৃপক্ষের হাতে পায়ে ধরেও তারা করছে না কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা। অনেকটা জরাজীর্ণ কষ্টদায়ক জীবনযাপন করতে হচ্ছে বন্দর এলাকার মানুষদের। সরোজমিনে আরো দেখা যায়, বাংলাদেশ অংশে বন্দরের কাজ হলেও কাজ হচ্ছেনা ভারত অংশে এতে করে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সত্যিই কি স্থলবন্দরের কার্যক্রম হবে। বাংলাদেশ সীমান্তে স্থলবন্দরের কাজ চলছে পুরোদমে কিন্তু স্থলবন্দরের রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তা নেই স্থলবন্দর এমন অবস্থায় জনমে দেখা দিয়েছে প্রশ্ন ওই অঞ্চলের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, রাস্তা না করে স্থলবন্দর হয়েই কি লাভ।এতে করে ঐএলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এখন আরো বেশি।