রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

গুদাম থেকে তেল উদ্ধার করে ক্রেতাদের মাঝে বিক্রি করলেন বানিয়াচঙ্গের ইউএনও

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গুদাম থেকে সয়াবিন তেল উদ্ধার করে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করলেন ইউএনও পদ্মাসন সিংহ। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে আসছিল। সাধারণ মানুষ বাজারে কোথাও তেল না পেয়ে হাহাকার করছিল। এক দোকান থেকে অন্য দোকানে ছুটছিল তেলের জন্য। তবে বোতলজাত সয়াবিন তেল এক প্রকার বাজার থেকে উধাও হলেও কিছু দোকানে লুকিয়ে লুকিয়ে বেশি দামে বিক্রি করছিল। সেই সাথে খোলা তেল ২শ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছিল। এ নিয়ে পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসে। এরপর সোমবার (১৪ মে) সকালে সয়াবিন তেল ইস্যু নিয়ে বাজার মনিটরিংয়ে নামেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত স্থানীয় বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে বড় বাজারের হানু মিয়া, আমির হোসেন মিয়া, শাকিব ভ্যারাইটিজ ষ্টোর, গ্যানিংগঞ্জ বাজারের অন্ত স্টোর, বাদল এন্ড ব্রাদার্স ও সহিবুর এন্টার প্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানে লুকিয়ে রাখা সয়াবিন তেলের সন্ধান পেয়ে তা উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে কোন জরিমানা না করে ব্যবসায়ীদের গুদাম থেকে উদ্ধার করা এসব তেল তাৎক্ষণিকভাবে ভোক্তাদের মাঝে বোতলের গায়ে লেখা মূল্য অনুযায়ী বিক্রি করে দেন। প্রায় প্রতিটি দোকানীর গুদামেই সয়াবিন তেলের মজুদ ছিলো। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়াবিন তেলের সংকট নিয়ে যে খবর বেরিয়েছিল আমরা এর সত্যতা পেয়েছি এবং ব্যবসায়ীদের গুদামে লুকিয়ে রাখা সয়াবিন তেল উদ্ধার করে সাধারণ ক্রেতাদের মাঝে বোতলের গায়ের মূল্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিয়েছি। এ সময় চলমান সয়াবিন তেলের প্রাপ্তি ও দর নিয়ে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com