স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে সানু মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার ও শামীম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি জানান, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকাসহ অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা ও শামীম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তেলের ডিলার মুন্সি এন্ড সন্স এবং শ্রী শ্রী রাম কৃষ্ণ ষ্টোরের মালিককে সোয়াবিন তেলের স্টক মালামাল ও কেনা বেচার হিসাব দিতে না পারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।