বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

গজনাইপুরে ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে উত্তেজনা

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে চলমান কাউন্সিলের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাংগঠনিক গঠনতন্ত্র পরিপন্থী ভাবে বিতর্কিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের পায়তারার অভিযোগ উঠেছে। ফলে কাউন্সিল সম্পন্ন না করেই কাউন্সিলের স্থান ত্যাগ করে চলে যান উপস্থিত নেতৃবৃন্দ। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। দাঙ্গাহাঙ্গামার আশংকা করে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার গজনাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মী নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাছে লিখিত এ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯মে তারিখে প্রতি ওয়ার্ডের ন্যায় গজনাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিকাল ৫.০০ ঘটিকায় ওয়ার্ড কাউন্সিল এর সময় নির্ধারণ করা হয়। উক্ত কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা করা হয়। এ পদে ৩ জন প্রার্থী হওয়ায় সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। তাদের মধ্যে কোন প্রকার সমঝোতা না হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রার্থী নির্বাচন করা জন্য বোর্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত ওয়ার্ড কাউন্সিলে গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজমান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী নেওয়াজ গাজী ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের মতামত না নিয়ে পছন্দমত বিতর্কিত লোক দিয়ে বোর্ড গঠন করেন। সাথে সাথেই উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ উক্ত বোর্ডের তীব্র বিরোধীতা করেন। যার পরিপেক্ষিতে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই সভা সমাপ্ত ঘোষনা করা হয়।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন ৩ জন। তারা হলেন মোঃ কবির মিয়া, মিন্টু ধর ও অনিল দেব। সম্মেলনে আওয়ামীলীগের প্রচুর নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমঝোতা বোর্ডের মধ্যে জাতীয় পার্টির লোকও ছিল। ফলে উপস্থিত নেতাকর্মীরা তাদের অসাংগঠনিক কার্যকলাপ না মেনে সভাস্থল পরিত্যাগ করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। যা দাঙ্গা-হাঙ্গামায় রূপ নিতে পারে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গজনাইপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা রবিন্দ্র কুমার পাল রবি বলেন- প্রথমে সভাপতি ২জন ও সাধারণ সম্পাদক ৩জন নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন। পরে সভাপতি পদে ১জন সরে দাড়ালে মোহাম্মদ আলীকে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে ৩জনের মধ্যে সমঝোতা না হওয়ায় বোর্ড গঠন করা হয়। বোর্ডের নেতৃবৃন্দকে নিয়ে পরবর্তীতে বিতর্ক দেখা দিলে আমরা সাধারণ সম্পাদক পদ ঘোষণা না করেই চলে আসি। এবং রাতে উপজেলা আওয়ামী লীগের সাথে পরামর্শ ক্রমে তৃণমূল পর্যায়ে খোজ খবর নিয়ে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পদে মিন্টু ধরের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com