ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মহিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি উত্তরপাড় এলাকায় স্বামীর বসত ঘর হতে লাশ উদ্ধার করা হয়। মহিদা আক্তার ওই গ্রামের সিএনজি চালক সৈজুল মিয়ার স্ত্রী। পুলিশ জানায়- মহিদা আক্তার শিশু সন্তানকে নিয়ে প্রতিদিনের ন্যায় নিজের শয়ন কক্ষে রাতে ঘুমিয়ে পড়েন। ভোরে স্বামী সিএনজি চালক সৈজুল মিয়া স্ত্রী মহিদাকে ঘুমন্ত অবস্থায় রেখে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য আউশকান্দি গ্যাস পাম্পে চলে যান। মঙ্গলবার দুপুরে মহিদার শাশুড়ি তাদের শয়ন কক্ষে প্রবেশ করলে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মহিদার দেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহিদার স্বামী ও পিতার বাড়ির কোনো অভিযোগ নেই মর্মে লিখিত দিয়েছেন। এবিষয়ে নবীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।