মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের মুরাদপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত বেশ কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ৯ মে সোমবার মশ্যব আলির নাতি ইমদাদুল (১৫) এর সহিত বজলু মিয়ার ছেলে জিহাদ (১২) এর ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। পরবর্তীতে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। প্রায় ১ ঘন্টারও বেশী সময় ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের বেশ কিছু লোক আত হয়েছে। আহতরা হল- বজলুর রহমান (৫০) জিহাদ (১২), সেলিম (৩৫), ছেলে ইমদাদুল (১৫) জগলু (৪০), মমকিল মিয়া (৪৫) ওয়ালিদুল, (৩৩) সোনা মিয়া, আসিকুল (২০), প্রমখূ।
অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেটাবিদ্ধ তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।