স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া এলাকায় অবস্থিত কে এম (আশা) ব্রিকস ফিল্ডের বিদুতের তারে জড়িয়ে রুহান নামে এক কিশোরের শরির ঝলসে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার সকালে পুকড়া কে এম ব্রিকস ফিল্ডের পাশে ছাগল ছড়াতে যায় হাফেজ রুহান তালুকদার (১৩)। এ সময় ঝুলে থাকা বিদ্যুতের তারের পাশে গেলে কিশোর রুহান বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ তাড়িত হয়ে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সে পুকড়া গ্রামের বজলু মিয়ার তালুকদারের ছেলে। তার শরিরের ৭০ শতাংশ ঝলসে গেছে।
খবর পেয়ে ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন।