স্টাফ রিপোর্টার ॥ মাহবুবুর রহমান চৌধুরী (মুরাদ) বৃটিশ সিভিল সার্ভিসে এ কৃতকার্য হয়েছে। সে হবিগঞ্জের রিচি গ্রামের আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী এবং রোকেয়া খানম চৌধুরীর দ্বিতীয় ছেলে। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি এবং আদর্শ ২নং রিচি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম এর চাচাতো ভাইয়ের ছেলে। যুক্তরাজ্য হবিগঞ্জবাসী তাকে নিয়ে গর্ববোধ করে। বৃটিশ সিভিল সার্ভিসে চাকুরি হওয়ার দরুন মহান রাব্বুল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।