আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষে মাধবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়র্বধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ১৩তম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে জনপ্রতি ১২ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ স্বচ্ছতা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্য মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, পল্লি উন্নয়ন অফিসার ফয়সাল চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন আল রনি প্রমূখ। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মা, ছাত্রী, প্রশিক্ষণার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।