স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বর্তমান সরকার অভাবনীয় সাফল্য অর্জণ করেছে। এ ছাড়াও সকল ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার উন্নয়নের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
গতকাল শনিবার হবিগঞ্জ সদর উপজেলার রিচি দর্পণ শিল্পীগোষ্ঠীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকার আহবান জানান এমপি আবু জাহির। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আকরাম আলী ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোশাহিদ আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও রিচি ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।