স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে ১ম স্ত্রীর কথা গোপন রেখে ২য় বিয়ে করার সময় শামীম মিয়া (২৫) নামের এক বিয়ে পাগলকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে। পুলিশ গতকাল শনিবার দুপুরে শামীমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। সে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের ছোট্ট মিয়ার পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামীম ঘরে স্ত্রী ও সন্তান রেখে বুল্লা গ্রামের আছমত আলীর কন্যা মনোয়ারা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে তারা ঈদের আগে শপিং করে বিয়ের জন্য। গত শুক্রবার রাতে এশার নামাজের পর তাদের বিয়ের দিন ঠিক হয়। শামীম আংশিক বরযাত্রী নিয়ে শেরওয়ানি পড়ে বিয়ে করতে বুল্লা গ্রামে যায়। সেখানে জনৈক কাজি শামীমকে দেখে চিনে ফেলেন। এক পর্যায়ে ১ম স্ত্রীর কথা জানা যায়। লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে আগের বিয়ের কথা স্বীকার করে। এক পর্যায়ে তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মনোয়ারা ধর্ষণের অভিযোগ এনে মামলা করে। ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। মনোয়ারাকে পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।